পাট বোঝাই লরি উল্টে মর্মান্তিক পথ দুর্ঘটনা

কিবরিয়া হোসেন, ময়নাগুড়ি-ধুপগুড়ি, ২৩ নভেম্বর’২৩ : পাট বোঝাই লরি উল্টে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দুই স্থানীয় বাসিন্দার। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ময়নাগুড়ি ধুপগুড়ি ৩১-ডি জাতীয় সড়কের হুসলুরডাঙ্গা টোলপ্লাজা সংলগ্ন ধারাইকুড়ি এলাকায়।

জানা যায়, বুধবার রাত দশটা নাগাদ ধূপগুড়ি থেকে ময়নাগুড়ির দিকে যাচ্ছিল পাট বোঝাই লরিটি। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ধারইকুড়ি এলাকায় উল্টে যায় সেটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত দুই ব্যক্তি স্থানীয় বাসিন্দা। এদিন তারা ব্যক্তিগত কাজ সেরে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে দাঁড়িয়ে গল্প করছিলেন।

হঠাৎই ধুপগুড়ি থেকে ময়নাগুড়িগামি পাট বোঝাই লরি তাদের উপর উল্টে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। জানা গেছে, মৃত ওই দুই ব্যক্তির নাম মনা বালা ও দুলাল সরকার। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ এবং দমকল কর্মীরা।

A lorry loaded with jute overturned in a tragic road accident

সাধারণ মানুষ এবং পুলিশ কর্মীরা মিলে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ময়নাগুড়ি ধূপগুড়ি ৩১ নম্বর জাতীয় সড়ক। প্রায় দুই ঘণ্টা বন্ধ হয়ে পড়ে যান চলাচল। তবে রাত সাড়ে বারোটার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *