জলপাইগুড়ি : ট্রেন লাইনের ইলেকট্রিক পোলে উঠতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক নাবালকের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রোহিত রায় নামে ১৬ বছরের এক নাবালক এদিন বিকেলে হঠাৎই ট্রেন লাইনের ইলেকট্রিক পোলে উঠতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় দ্রুত জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এদিন রাতে হাসপাতাল চত্বরে মৃতের আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। কিভাবে ঘটলে এই ঘটনা, কেনই বা ঘটলো? শুরু করেছে পুলিশ। মৃতের আত্মীয় ঝন্টু রায় জানান, কি কারণে ও ট্রেন লাইনের ইলেকট্রিক পোলে উঠতে গেল তার কোন ব্যাখ্যা নেই তাদের কাছে।
