
বিশ্বজিৎ নাথ :- তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে তীব্র কটাক্ষ করলেন জগদ্দলের বিজেপি নেতা অর্জুন সিং। মঙ্গলবার মজদুর ভবনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সেনাবাহিনীর পক্ষে সাফাই গেয়ে বলেন, “দেশের সেনা পৃথিবীর মধ্যে সেরা। সেই সেনা একটা চোরকে দেখে কেন পালাবে? দু’দিনের অনুমতির জায়গায় সপ্তাহভর কর্মসূচি চালাচ্ছিল তৃণমূল, তাই সেনা ধর্ণা মঞ্চ সরিয়েছে।”

অর্জুনের দাবি, প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি ছাড়া তিনদিনের বেশি ওই কর্মসূচি চলতে পারে না। তিনি আরও বলেন, “এসআইআর হবেই, এসওপি বদল হবেই, বুথে রাজনৈতিক দলের পোলিং এজেন্ট বসতে পারবে না। সুতরাং ২০২৬ সালে বাংলায় মমতা ব্যানার্জির বিদায় নিশ্চিত।”
সবচেয়ে কড়া ভাষায় তিনি কটাক্ষ ছুঁড়লেন— “বাংলায় মমতা ব্যানার্জিকে ভাসান দেওয়ার আন্দোলন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।”