জলপাইগুড়ি : চলন্ত একটি স্কুটিতে আগুন লাগার ঘটনায় বুধবার চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি শহরের পুরাতন পুলিশ লাইন এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বিকেলে এক স্কুটি আরোহী এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার স্কুটিতে আগুন লেগে যায়। স্থানীয়রা ওই স্কুটি আরোহীকে বিষয়টি অবগত করার পর তিনি নেমে জল ও বালি দিয়ে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা এতটাই ছিল যে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। খবর দেওয়া হয় জলপাইগুড়ি দমকলকে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই স্কুটির সিংহভাগ পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শী গণেশ মাহাতো বলেন, তিনি প্রথমে চলন্ত স্কুটিতে আগুন দেখতে পেয়ে তৎক্ষণাৎ স্কুটি চালককে সাবধান করেন। কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলতে থাকায় স্কুটিটিকে রক্ষা করা যায়নি। তবে স্কুটি চালক অক্ষত রয়েছেন বলে তিনি জানান।

দমকলের এক আধিকারিক বলেন, সম্ভবত শর্ট সার্কিটের ফলে এমন ঘটনা ঘটে থাকতে পারে। স্কুটিটি বিপুল দেবনাথ বলে একজনের বলে জানান তিনি।
