বিশ্বজিৎ নাথ, কলকাতা, ১৮ নভেম্বর : সেনা কর্মীর স্ত্রীকে মারধোর করার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার বেলায় ঘটনাটি ঘটেছে হালিশহর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের পূর্ব প্রসাদ নগর এলাকায়। অভিযোগ, সেনা কর্মীর স্ত্রী পিঙ্কি নাথের সঙ্গে স্থানীয় তৃণমূল কর্মী অশোক মন্ডলের ঝামেলা বাধে। বিবাদ চলাকালীন অশোক মন্ডল পিঙ্কি দেবীর মুখে ঘুষি মারে এবং ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেন। এতে পিঙ্কি দেবী সংজ্ঞাহীন হয়ে পড়েন। ওইদিন রাতেই তিনি হালিশহর থানায় অভিযোগ দায়ের করেন। যদিও ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত তৃণমূল কর্মী। হালিশহর পুরসভার উপ-পুরপ্রধান শুভঙ্কর ঘোষ বলেন, দলের নাম ভাঙিয়ে এসব করা যাবে না। ঘটনায় প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।
