সংবাদদাতা, জলপাইগুড়ি : কথায় আছে মাছে ভাতে বাঙালী। জলপাইগুড়িবাসীর পাতে সুস্বাদু মাছ তুলে দিতে গঠিত হল খুচরো মৎস ব্যবসায়ীদের নতুন সমিতি।

সোমবার রাতে শহরের এক সভা ঘরে জলপাইগুড়ি শহর এবং শহর সংলগ্ন এলাকার প্রায় দুশো জন মৎস্য ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ন আলোচনা সভার মধ্যে দিয়ে এই নতুন সমিতির আত্মপ্রকাশ ঘটে। উল্লেখ্য, সদ্য পেরিয়ে আসা পয়লা বৈশাখের পর জলপাইগুড়ি দিনবাজারের মাছের আড়তদার এবং খুচরো মাছ ব্যবসায়ীদের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে মনোমালিন্য সৃষ্টি হয়েছিল, যার প্রভাব পড়েছিল মাছ প্রিয় জলপাইগুড়িবাসীর পাতে। বৃহৎ মাছ ব্যবসায়ীদের সঙ্গে শহর এবং শহরতলীর খুচরো মাছ ব্যবসায়ীদের মধ্যে এই ধরনের সমস্যার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেই লক্ষ্যেই প্রায় পাঁচশ খুচরো মাছ ব্যবসায়ীদের নিয়ে সোমবার গঠিত হয় জলপাইগুড়ি খুচরো মাছ ব্যাবসায়ী সমিতি।

সমিতির প্রধান উপদেষ্টা তথা ভ্রাম্যমাণ মাছ বিক্রেতা সফিকুল ইসলাম জানান। মূলত, আড়তদার এবং আমাদের মতো খুচরো মাছ ব্যবসায়ীদের মধ্যে যাতে একটি সুস্থ সমন্বয় বজায় থাকে, এর পাশাপাশি আমরা যাতে ন্যায্য দামে সাধারণ মানুষের পাতে ভালো মাছ পৌঁছে দিতে পারি এই লক্ষ্য নিয়েই গঠিত হল এই সমিতি।
