একরাশ যন্ত্রণা নিয়ে নতুন ভোরের উদয় হলো ঝড় বিধ্বস্ত জনপদে (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১ এপ্রিল’২৪ : একরাশ যন্ত্রণা নিয়ে নতুন ভোরের উদয় হলো ঝড় বিধ্বস্ত জনপদে, নেই খাবার, পানীয় জল, বিদ্যুৎ। রবিবার বিকেলের কালবৈশাখী ঝড়ের ক্ষত সোমবার সকালেও তাজা জলপাইগুড়ি পুরসভার তিন নম্বর ওয়ার্ড এবং পার্শ্ববর্তী পঞ্চায়েত এলাকার জনপদে।

রাতেই ঝড়ে ক্ষতিগ্রস্থ দের খোঁজ খবর নিতে এসেছিলেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সোমবার সকালেও সেই অঞ্চলের মানুষের ঝড়ের যন্ত্রণা কমে নি এক ফোঁটাও। এই প্রসঙ্গে ক্ষতিগ্রস্থ দিলীপ সেন বলেন, এখনো সামলে উঠতে পারনি রবিবারের ঝড়ের ঝাপটা। জল নেই, ঘরের ওপর গাছ পড়ে আছে।

ঝড়ে ক্ষতিগ্রস্ত ওপর এক নাগরীক জানান, গতকাল থেকে রাজ্যের মূখ্যমন্ত্রী সহ অনেকেই এসেছে কিন্তু আমাদের যন্ত্রণা কমেনি, আজ সোমবার এলাকায় পানীয় জল নেই, নেই বিদ্যুৎ, ঘরের চাল ঝরে উড়ে গিয়েছে, ত্রিপল দেওয়ার কথা বলে গেলেও এখনো সেই সাহায্য আসেনি।

A new dawn dawned with great pain in the storm-ravaged township

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *