জলপাইগুড়ি : পরীক্ষার প্রতি পড়ুয়াদের ভয় ও অনীহা কাটিয়ে তাদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল নব পরিবর্তন ধারা। সংস্থার ব্যবস্থাপনায় গত অক্টোবর মাসে অনুষ্ঠিত ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সার্চ পরীক্ষা (২০২৪)-এর ফলাফল মঙ্গলবার প্রকাশিত হয়েছে।

এই প্রসঙ্গে সংস্থার উত্তরবঙ্গের চিফ কনভেনার গণেশ চন্দ্র রায় জানান, প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা এই পরীক্ষায় অংশ নিয়েছিল। উত্তরবঙ্গের বিভিন্ন বিদ্যালয়ে এই পরীক্ষা নেওয়া হয়। মোট ১০০ নম্বরের এই পরীক্ষা সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে আয়োজন করা হয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পরীক্ষাটি ওএমআর শিটে নেওয়া হয়, যা ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য অত্যন্ত উপযোগী। গণেশ চন্দ্র রায় বলেন, “আমরাই প্রথম ওএমআর শিটের মাধ্যমে পড়ুয়াদের পরীক্ষার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি, যা তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে।”
তিনি আরও জানান, পরীক্ষার ফলাফল পরীক্ষার্থীরা সংস্থার ওয়েবসাইটে রোল নম্বর দিয়ে দেখে নিতে পারবে। এই উদ্যোগের মাধ্যমে নব পরিবর্তন ধারা পড়ুয়াদের পরীক্ষার প্রতি ভয় কাটানোর পাশাপাশি তাদের ভবিষ্যৎ প্রস্তুতিতে সাহায্য করতে চায়।