বেঙ্গল সাফারিতে সিংহীর নামকরন সংক্রান্ত মামলায় নয়া মোড়

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২২ ফেব্রুয়ারি’২৪ : বেঙ্গল সাফারিতে সিংহীর নামকরন সংক্রান্ত মামলায় নয়া মোড়। মামলাটি এবার হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে জনস্বার্থ মামলা হিসেবে পাঠানো হচ্ছে। আজ এই মামলা শুনানির জন্য জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে উঠলে এমনই জানান বিচারপতি বলে জানা গেছে।

A new twist in the case related to the naming of the lioness in the Bengal Safari

এই তথ্য জানিয়ে আজ মামলাকারীদের পক্ষে আইনজীবী সুদীপ্ত মজুমদার বলেন, রাজ্যের যা চিন্তা ভাবনা রয়েছে তাতে এই নাম পরিবর্তন তারা করে নেবে। গতকাল এ নিয়ে রাজ্যকে রিপোর্ট জমার নির্দেশ দেয় কোর্ট। আজ ফের এই মামলার শুনানি হয়। উল্লেখ্য, সিংহীর নাম সীতা রাখায় হাইকোর্টে মামলা দায়ের করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। অভিযোগ, বেঙ্গল সাফারি পার্কে আনা সিংহীর নাম সীতা রেখে হিন্দু ধর্মের উপর আঘাত করা হয়েছে। নাম বদলের আর্জি জানিয়ে আদালতে মামলা দায়ের করেন তারা। উল্লেখ্য, গত ১২ তারিখ ত্রিপুরা থেকে বেঙ্গল সাফারি পার্কে আনা হয়েছে এক জোড়া সিংহ। অভিযোগ, সাফারি পার্কে আসা সিংহীর নাম রাখা হয়েছে সীতা। সিংহের নাম রাখা হয়েছে আকবর। আর এই সীতা নামেই তীব্র আপত্তি রয়েছে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের। তাই তাঁরা সীতার নাম বদল চেয়ে গত শুক্রবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *