পুজো শেষ হয়েও যেন হয়নি। রাস পূর্ণিমায় একদিনের ঐতিহ্যবাহী দুর্গাপুজো সম্পন্ন হল জলপাইগুড়িতে।

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৯ নভেম্বর : অকাল বোধনে মেতে উঠেছে জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েতের গুয়াবাড়ি এলাকা। মঙ্গলবার রাস পূর্ণিমা উপলক্ষে পাতকাটা গুয়াবাড়ি সার্ব্বজনীন দুর্গা পুজা কমিটির উদ্যোগে দুর্গা পুজোর আয়োজন করা হয়। এই পুজোকে ঘিরে এলাকার মানুষের ব্যস্ততা ছিল তুঙ্গে। একই দিনে মায়ের সপ্তমী, অষ্ঠমী, নবমী ও দশমীপুজা অনুষ্ঠিত হয়।

পুজা কমিটির প্রবীন সদস্য সেকেন্দ্র নাথ রায় বলেন, এক সময় বংশ পরম্পরা ছিল এই পুজো। এখন সার্ব্বজনীনভাবে এই পুজো হয়ে আসছে। পাড়া প্রতিবেশী সকলেরই সমন্বয়ে পুজো সম্পুর্ণ হয়।

মন্দির কমিটির সদস্য নন্দন ওড়াও বলেন, এইপুজো দীর্ঘদিনের পুজো। এই পুজোকে ঘিরে দূর দুরান্ত থেকে ভক্তরা আসেন। একই দিনে পুজোর পাশাপাশি মেলাও বসে বলে জানান তিনি।

পুজোর পুরোহিত প্রবীর মজুমদার বলেন, মা এখানে দুর্গা দেবী। দুর্গার দুই পাশে লক্ষী,সরস্বতী, গনেশ ও কার্ত্তিক থাকেন। একই দিনে সপ্তমী, অষ্ঠমী, নবমী ও দশমীপুজা অনুষ্ঠিত হয়। মায়ের ভোগ হিসেবে খিচুড়ি ,লাবরা ছাড়াও ফল মুল নিবেদন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *