সংবাদদাতা, জলপাইগুড়ি, ১০ জুলাই ২০২২ : চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হুলুস্থুল জলপাইগুড়ি শহরের হাসপাতাল পাড়ার একটি বেসরকারি হাসপাতালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। কর্তব্যরত চিকিৎসকের দাবি , চিকিৎসার গাফিলতির কোন বিষয় নেই। নেশায় আসক্ত ছিল ওই রোগী। অবস্থার অবনতি হলে ওই রোগীকে এদিন অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।
গত সোমবার জলপাইগুড়ি শহরের পুলিশ লাইন রেসকোর্স পাড়ার বাসিন্দা অবিনাশ সোনার (বয়স ২৭) পেট ব্যাথা নিয়ে ভর্তি হয়। বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল। এদিন রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুল্যান্সে তোলার পরেই মারা যায় অবিনাশ বলে দাবি পরিবারের।
এরপরেই চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ তুলে চিকিৎসকের শাস্তি চেয়ে এদিন হাসপাতালে চত্বরে বিক্ষোভে সামিল হলেন মৃতের পরিজনেরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছয় মৃতের এলাকা দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীনেশ রাউত। ঘটনাস্থলে মৃত যুবককে হাসপাতালের বাইরে রেখেই বিক্ষোভ চলছে বলে শেষ পাওয়া খবরে জানা গেছে। বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
মৃতের বোন অঞ্জনা সোনার বলেন,” বিনা চিকিৎসায় আমার দাদার মৃত্যু হল। এর বিচার চাই, কোতোয়ালি থানায় অভিযোগ করব।” মৃতের এলাকার কাউন্সিলর দীনেশ রাউত বলেন,”আমি চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। শুনে যা বোঝা গেল চিকিৎসার গাফিলতি হতে পারে। তদন্ত করা প্রয়োজন।” বেসরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সন্তোষ কুমার ঢালি বলেন, “চিকিৎসা সঠিকভাবে করা হয়েছে। গাফিলতির কোন প্রশ্ন নেই। ওই রোগী নেশায় আসক্ত ছিলেন। এই কারণে মৃত্যু হতে পারে।”