কলকাতা : এর আগে একাধিকবার ঘুড়ির সুতো বা মাঞ্জাতে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে মা ফ্লাইওভারে। ফ্লাইওভারের একটা বড় অংশে শেষে বাধ্য হয়ে বিশেষ রেলিংও লাগানো হয়েছে কিন্তু তা সত্ত্বেও আবারও মা ফ্লাইওভারের উপরে ঘুড়ির সুতো জড়িয়ে পড়ে গিয়ে বিপত্তি। রবিবার সকাল ৮:৫০ নাগাদ মা ফ্লাইওভারের চার নম্বর ব্রিজে পার্ক সার্কাস গামী ফ্ল্যাঙ্ক এই দুর্ঘটনা ঘটে। রোববারের সকালে মোমিনপুর যাচ্ছিলেন গুলাম কাদির নামের ওই ব্যক্তি। এমন সময় হঠাৎই ঘুড়ির সুতো এসে পেচিয়ে যায় তার গলায়। সঙ্গে সঙ্গেই বাইক থেকে ছিটকে পড়েন তিনি। যদিও গলায় রুমাল বাধা ছিল এবং মাথায় হেলমেট পড়া ছিল বলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন।
