সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৬ জানুয়ারি’২৪ : সাত সকালেই পথ দুর্ঘটনায় মৃত্যু পুলিশ অফিসারের। মঙ্গলবার জলপাইগুড়ি জেলা পুলিশ সদর দফতরে নির্ধারিত মাস্টার প্যারেডে যোগ দিতে আসার সময় শহরের হাকিম পাড়ায় দুর্ঘটনার কবলে পড়েন।

রাস্তার ডিভাইডারের ধাক্কা মারে পুলিস অফিসারের দু চাকার বাহনটি। এই ঘটনায় রাস্তায় ছিটকে পড়েন ওই পুলিশ অফিসার। ছুটে আসে পথ চলতি সাধারণ মানুষ। এরপর আহত পুলিস অফিসারকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

মৃত পুলিশ অফিসার করুণা কান্ত রায় মনিটরিং সেলের দায়িত্বে ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনা প্রসঙ্গে মৃত পুলিশ অফিসারের নিকট আত্মীয় পলেন রায় জানান, মৃত ব্যক্তি সম্পর্কে আমার শ্যালক। আজ সকালে কাজে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে মারা যান তিনি।