সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৫ ডিসেম্বর’২৩ : জীবিত হলেও সরকারি নথিতে মৃত জলপাইগুড়ি শহরের এক বাসিন্দা। কোলকাতায় চিকিৎসা পরিষেবা নিতে গিয়ে বিপাকে ৬৭ বছর বয়সের সৌমিত্র বসাক! তিনি অভিযোগ জানায় স্বাস্থ্য সাথী দফতরে। শুক্রবার শহরের লক্ষন মৌলিক সরণীর বাসিন্দা সৌমিত্র বাবুর মনোবল বাড়াতে সংবর্ধনা জানালেন জলপাইগুড়ি এক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

এ দিন তাঁর কর্মস্থল ডিবিসি রোডের দোকানে গিয়ে ফুলের তোড়া, ট্রফি ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানালেন সংগঠনের সদস্যরা। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বাস্থ্য সাথী। এই প্রকল্পের মাধ্যমে নাগরিকরা ৫ লক্ষ টাকা চিকিৎসা পরিষেবা পাবেন বলে ঘোষণা করা হয়েছে। সেই ভরসায় কোলকাতার এক বেসরকারি সংস্থার চিকিৎসা করাতে গিয়েছিলেন সৌমিত্র বাবু। সেখানে তাঁকে তাঁর কার্ডে মৃত বলে নথিভুক্ত করা ছিল। এরপর নিজের টাকা জোড়াগ করে চিকিৎসা করেন।

স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে অঙ্কুর দাস বলেন, একাংশের উদাসীনতার কারণে এমনটা হয়েছে।”

অন্যদিকে সৌমিত্র বাবু বলেন, “মুখ্যমন্ত্রীর স্বপ্নের উদ্যোগ স্বাস্থ্য সাথী প্রকল্প। কিন্তু একাংশের উদাসীনতার এই প্রকল্পের সুবিধে পাচ্ছেন না অনেকে। এটা দেখা উচিত।”