সংবাদদাতা, জলপাইগুড়ি, ২১ সেপ্টেম্বর : জলপাইগুড়িতে স্কুল ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক স্কুল শিক্ষক। পরে অন্তর্বর্তী কালিন জামিনে মুক্ত। জানা গেছে, নাবালিকা স্কুল ছাত্রীকে মোবাইল মারফত কুপ্রস্তাব দিতেন ওই শিক্ষক বলে অভিযোগ। বিষয়টি নিয়ে কয়েকদিন আগে ওই ছাত্রী লিখিত অভিযোগ করে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে। এর পরেই বিদ্যলয় কর্তৃপক্ষ বিষয়টি জানিয়ে থানার দ্বারস্থ হয়। অভিযোগ পাওয়ার পরেই সোমবার রাতে মহিলা থানার পুলিশ গ্রেপ্তার করে ওই শিক্ষককে। ধৃত ওই শিক্ষককে মঙ্গলবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন মঞ্জুর করেন। পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

জলপাইগুড়ি জেলা আদালতের সরকারি আইনজীবী দেবাশীষ দত্ত টেলিফোনে জানিয়েছেন, অভিযুক্ত যেহেতু চাকরি করেন সেই কারণে আদালত চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত তার অন্তর্বর্তী কালিন জামিন মঞ্জুর করেছে। ওই দিন আবার শুনানি হবে। তবে এই কয়েকদিন তাকে প্রতিদিন আদালতে এসে হাজিরা দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারক বলে জানান তিনি।