নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : এই প্রথম জলপাইগুড়ির টাউন স্টেশন থেকে কৃষকদের জন্য বিশেষ ‘কিষান রেল’ চালু হলো। রবিবার জলপাইগুড়ি টাউন স্টেশনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কিষান রেলের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন রেলের এক ঝাঁক আধিকারিক সহ জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত কুমার রায়।

এই ট্রেনের মাধ্যমে কৃষকরা সামান্য টাকার বিনিময়ে দেশের বিভিন্ন জায়গায় নিজেদের ফসল
বিক্রি করতে পারবেন। এখন থেকে সফলের দাম না পেয়ে কাউকে ফসল ফেলে দিতে হবে না বলে দাবি জলপাইগুড়ির সাংসদের। এই কিষান রেলের মাধ্যমে দেশের যে কোন জায়গায় ফসল পৌঁছে যাবে। মোট ১৮টি বগি থাকছে এই ট্রেনে, ফসল যেন নষ্ট না হয় তার সুব্যবস্থাও রাখা হয়েছে। এদিন জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে ফিতে কেটে কিষান রেলের উদ্বোধন করলেন সাংসদ জয়ন্ত রায়, সঙ্গে ছিলেন রেলের আধিকারিকরা। কৃষকদের আলু রেলে তোলা হয় এদিন।

সেই আলু ত্রিপুরার আগরতলার উদ্যেশ্যে নিয়ে যাওয়া হবে। এতে কৃষকরা ফসলের সঠিক দাম যেমন পাবেন তেমনি আর্থিকভাবে লাভবান হবেন বলে আশাবাদী। অন্যদিকে কোচবিহার জেলার হলদিবাড়ির ফসল বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হবে। এখন থেকে কৃষকদের টমেটো, শশা, লঙ্কার দাম না পেয়ে ফেলে দিতে হবে না। কিষান রেলের মাধ্যমে ভিন রাজ্যে ফসল পাঠাতে পারবেন তারা। এদিনের কিষান রেলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের সিনিয়র ডিসিএম অমর মোহন ঠাকুর, এনজেপি এডিআরএম সঞ্জয় সি, এনজেপি এরিয়া ম্যানেজার আশিস আলি।

সাংসদ বলেন,” কিষান রেলের মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত ফসল দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারবেন। চাহিদা অনুযায়ী ফসল নিয়ে যাওয়া হবে। আপাতত আলু দিয়ে শুরু হল। এরফলে কর্মসংস্থানও বাড়বে। শুধু আলু নয় টমেটো, লঙ্কা ছাড়াও বিভিন্ন ফসল নিয়ে যাওয়া হবে। এই রেল যোগাযোগের মাধ্যমে শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে জলপাইগুড়ির পাশাপাশি উত্তরবঙ্গে ব্যাপক উন্নয়ন ঘটবে বলে মনে করছেন অনেকে।