পরীক্ষা চলাকালীন ক্লাস রুমেই সাপের ছোবলে আহত ছাত্রী

সংবাদদাতা, ধুপগুড়ি, ৫ আগস্ট’২৩ : পরীক্ষা চলাকালীন ক্লাস রুমেই সাপের ছোবলে আহত হল এক ছাত্রী। শনিবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি গার্লস হাইস্কুলে ঘটনাটি ঘটেছে। পড়ুয়া সোয়া আকতারকে উদ্ধার করে স্কুল কর্তৃপক্ষ ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই পর্যবেক্ষণে রয়েছে ছাত্রীটি।

জানা গেছে, সোয়া আকতার দশম শ্রেনীর ছাত্রী, এদিন ইউনিট টেষ্টের জীবন বিজ্ঞান পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর অল্প কিছুক্ষনের মধ্যেই ঘটনাটি ঘটায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুলে। অসুস্থ বোধ করায় ছাত্রী স্কুলের শিক্ষিকাদের সাপের ছোবলের বিষয়টি জানায়। তড়িঘড়ি ছাত্রীর অপর ক্লাস রুমে থাকা বোনকে ডেকে নিয়ে আসা হয়, তারপরই ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্কুল কর্তৃপক্ষ সাপটির ছবি তুলে চিকিৎসককেও দেখায়। সাপটি বিষহীন না বিষধর, তা নিয়ে সন্দেহ রয়েছে। হাসপাতালে ছাত্রীর চিকিৎসা শুরু করা হয়েছে। দিনভর পর্যবেক্ষণে রাখা হবে বলেই জানিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *