ক্রান্তিতে তিস্তায় স্নান করতে নেমে তলিয়ে গেল কিশোর

ক্রান্তি: তিস্তায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক কিশোর। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল প্রায় ১১টা নাগাদ ক্রান্তি ব্লকের চেংমারী গ্রাম পঞ্চায়েতের শান্তির মোড় এলাকায়।

A teenager drowned while bathing in the Teesta River during the monsoon season.

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তুফান রায় নামে ওই কিশোর চার বন্ধুর সঙ্গে নদীতে স্নান করতে নামে। কিন্তু হঠাৎই স্রোতে ভেসে যায় সে। তিন বন্ধু তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দেন।

ঘটনার পর এনডিআরএফ ইতিমধ্যেই তিস্তায় তল্লাশি শুরু করেছে। তবে বর্ষায় ফুলেফেঁপে ওঠা নদীতে খোঁজ চালানো বেশ কঠিন হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অনেকে এখনও স্নান করতে নামছেন, যার জেরে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *