কাজে যাওয়ার পথে ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু পুরসভার অস্থায়ী কর্মীর

রাহুল মন্ডল, মালদা, ১৩ সেপ্টেম্বর’২৩ : বাড়ি থেকে কাজ করতে যাওয়ার পথে ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু হল এক পুরসভার অস্থায়ী কর্মীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার সাত সকালে পুরাতন মালদা পুরসভার রসিলা দাহ বাগানপাড়া এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই অস্থায়ী কর্মীর নাম সুশীল হালদার বয়স ৫৮ বছর বাড়ি পুরাতন মালদার পুরসভার খয়হাট্টা এলাকায়।

A temporary employee of the municipality died of electric shock on the way to work

দীর্ঘদিন ধরে কর্মসূত্রে রসিলা দাহ বাগানপাড়া এলাকায় থাকতেন পরিবার নিয়ে। পরিবার ও পুলিশকে জানা গেছে দীর্ঘদিন ধরেই পুরাতন মালদা পুরসভার অস্থায়ী কর্মী হিসেবে ঝাড়ুদারের কাজ করতেন সুশীল হালদার নামে ওই ব্যক্তি। অন্যান্য দিনের মতো আজ সকালে বাড়ি থেকে এসে ঝাড়ুদারের কাজ করতে যাচ্ছিলেন এলাকায় যাওয়ার পথে রশিদা দাহ এলাকায় রাস্তার মাঝখানে ইলেকট্রিক এর তার পরে ছিল। সেখানেই পা দিতেই ইলেকট্রিক শক খায় ওই ব্যক্তি। ব্যক্তির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তৈরি করে সেখানকার ইলেকট্রিকের সংযোগ বন্ধ করে দেয়। তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় রায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। কর্মরত চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত ব্যক্তির পরিবারসহ গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *