গভীর রাতে ধুপগুড়ির নাথুয়া বাজারে ভয়াবহ আগুন

কিবরিয়া হোসেন, ধুপগুড়ি, ১৮ অক্টোবর’২৩ : মঙ্গলবার রাত ১১ টা নাগাদ জলপাইগুড়ি জেলার ধুপগুড়ির নাথুয়া বাজার এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের দুটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

ভস্মীভূত দোকান দুটির মধ্যে একটি সারের দোকান ও একটি ওষুধের দোকান ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গভীর রাতে বাজারে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে প্রথমে স্থানীয় মানুষজন তা নেভানোর চেষ্টা করে।

A terrible fire broke out in the Nathua market of Dhupguri late at night

খবর পেয়ে ধুপগুড়ি দমকলের দুটি ইঞ্জিন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনো পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ঘটনার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে তদন্ত করছে ধুপগুড়ি দমকল বাহিনীর কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *