সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৬ অক্টোবর : কালী পুজোর রাতে তিনটি দুর্ঘটনায় জলপাইগুড়ি জেলায় মোট মৃত্যু হল পাঁচজনের। পুলিশ সুত্রে জানা গেছে, ময়নাগুড়ি ও রাজগঞ্জ ব্লকে দুজন করে এবং ধূপগুড়ি ব্লকে একজনের মৃত্যু হয়েছে।
বাইক চালানোর সময় একাংশ চালক হেলমেট পরছেন না। এর জেরে মৃত্যুর ঝুঁকি বাড়ছে বলে সূত্রের খবর। পুজোর সময় অনেকেই দ্রুত গতিতে বাইক চালাচ্ছেন বলে অভিযোগ। গতকাল বাইকে করে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের শোভাভিটা গ্রামের বাসিন্দা দীনেশ দাস (৪৬) এর সঙ্গে একই বাইকে ছিলেন ডাকঘর দেবী ঠাকুর বাড়ি বাসিন্দা গোপাল চন্দ্র দাস (৫৮)। ফাটাপুকুর থেকে সারিয়ামে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি গাড়ি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। জখমদের উদ্ধার করে স্থানীয় মগড়াডাঙ্গি হাসপাতালে নিয়ে আসার পর মৃত্যু হয় দুজনের। অন্যদিকে ধূপগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় শঙ্কর সরকারের (৬০) ও ময়নাগুড়ি ব্লকে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় কৃষ্ণ পদ রায় (১৮) এবং মানিক ওঁরাও’এর (২৯)। বুধবার মৃতদেহগুলো ময়না তদন্ত করে পরিবারদের তুলে দেওয়া হয়েছে।
দুর্ঘটনায় মারা যাওয়া গোপাল চন্দ্র দাসের ছেলে শম্ভু দাস বলেন, সারিয়ামের সামনে দুর্ঘটনা হয়। বাবা ও বাবার বন্ধু মারা যায়। গাড়িটি ধরা যায়নি।”
জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী এ প্রসঙ্গে জানান, অফিসিয়ালি তিনি দুর্ঘটনায় গত রাতে চারজনের মৃত্যুর সংবাদ পেয়েছেন, তবে অন্য একটি সূত্র থেকে তিনি পাঁচ জনের মৃত্যুর সংবাদ পেয়েছেন। তিনি সকলকে বাইক চালানোর সময় হেলমেট এবং গাড়ি চালানোর সময় সিট বেল্ট বাঁধার অনুরোধ করেছেন।