সংবাদদাতা : জলদাপাড়া অভয়ারণ্যে আজ শনিবার দুটি গন্ডারের ধাক্কায় একটি পর্যটকের গাড়ি উল্টে যায়, চারজন পর্যটক আহত হয়। বনবিভাগ ও পুলিশ সূত্রে জানা যায়, হরিনডাঙ্গা ওয়াচ টাওয়ারের কাছে আজ দুপুর দুটো থেকে আড়াইটের মধ্যে জঙ্গল থেকে দুটো গন্ডার নিজেদের মধ্যে মারপিঠ করার সময়ে রাস্তায় বেরিয়ে পড়ে।

সেইসময়ে একটি পর্যটকের গাড়ির সঙ্গে তাদের ধাক্কা লাগে। গন্ডারকে দেখে গাড়িটি পিছনে যেতে চাইলে সেই সময়ে এই ঘটনা হয়। চার পর্যটককে আহত অবস্হায় হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। আহতদের মধ্যে এক মহিলা ছিলেন। তবে গন্ডার দুটির কিছুই হয়নি, তারা গভীর জঙ্গলে চলে যায় বলে খবর। নিচে দেখুন সেই মুহূর্তের এক্সক্লুসিভ ভিডিও।