জলপাইগুড়ি শহর থেকে মাটি বোঝাই ট্রাক্টর আটক

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৮ ডিসেম্বর’২৩ : বালি, পাথর পাচার রুখতে কড়া পদক্ষেপ জলপাইগুড়ি কোতোয়ালি থানার। উল্লেখ্য, জেলায় বালি, পাথরের পাচারে অভিযোগের খবর লাগাতার সংবাদমাধ্যমে প্রচারিত হয়েছে। এ নিয়ে লাগাতার অভিযান শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।

A tractor loaded with soil was seized from Jalpaiguri town

বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ির গৌড়িহাট এলাকায় অভিযান চালিয়ে পুলিশ একটি মাটি বোঝাই ট্রাক্টর আটক করে। পুলিশ সূত্রে জানাগেছে বেআইনি বালি, পাথর বা মাটি পাচারের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *