করলা নদীর বুকে ঐতিহ্যের সেতু – লোটা দেবী মন্দিরের পথে স্বপ্নের ফুটব্রিজ

জলপাইগুড়ি, ৩০ এপ্রিল: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে করলা নদীর পাড়ে। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী লোটা দেবী মন্দির দর্শনের স্বপ্ন এবার হবে সহজতর। করলা নদীর বুকে তৈরি হওয়া ফুটব্রিজের কাজ প্রায় শেষ, এখন শুধু সময়ের অপেক্ষা—উদ্বোধনের দিন।

জলপাইগুড়ি শহর থেকে সামান্য দূরে, সবুজ চা-বাগানের কোলে শান্তভাবে অবস্থান করছে লোকবিশ্বাসে পূর্ণ লোটা দেবীর কালী মন্দির। বছরের পর বছর ধরে নদীর এপার থেকে ওপার যাওয়ার একমাত্র উপায় ছিল দীর্ঘ ঘুরপথ, অনেক সময় নদী পার হওয়ার ঝুঁকিও নিতে হতো স্থানীয়দের ও পর্যটকদের।

বিশেষ করে বর্ষাকালে নদীর জল ফুলে উঠলে মন্দির দর্শন একপ্রকার অসম্ভব হয়ে দাঁড়াত। বহু ভক্ত ফিরতেন হতাশ হয়ে। এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে NBBD-এর উদ্যোগে ও স্থানীয় বিধায়ক পি.কে. বর্মার সক্রিয় প্রচেষ্টায় করলা নদীর ওপর শুরু হয় একটি ফুটব্রিজ নির্মাণের কাজ।

A traditional bridge on the banks of the Korla River - a dream footbridge on the way to Lota Devi Temple

প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি সংস্থার এক কর্মচারী জানান, “ইতিমধ্যেই লোহার পিলার স্থাপন সম্পন্ন হয়েছে। আগামী দু-তিন মাসের মধ্যেই পুরো সেতু তৈরির কাজ শেষ হবে বলে আশা করছি।”

নতুন এই ব্রিজ শুধু একটুকরো কাঠামো নয়, এটি হয়ে উঠবে বিশ্বাস, সংস্কৃতি ও যোগাযোগের সেতুবন্ধন। লোটা দেবী মন্দিরের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ আরও সহজ, আরও নিবিড় হবে এই সেতুর মাধ্যমে।

এই প্রকল্প শুধু একটি সেতু নির্মাণ নয়, এটি লোকবিশ্বাসের সঙ্গে আধুনিক উন্নয়নের মেলবন্ধনের অনন্য নজির হয়ে থাকবে উত্তরবঙ্গবাসীর কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *