অরুণ কুমার : ইস্টার্ন হিমালয়ান জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে উত্তরের বিভিন্ন এলাকায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় সাংবাদিকদের ডিজিটাল মিডিয়ার সম্পর্কিত নীতিমালা ও অধিকার বিষয়ে নানান তথ্য দেওয়া হয় ইস্টার্ন হিমালেন জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে।
বৃহস্পতিবার দিন দিন কালিম্পং জেলার গরু বাথান ব্লকের একটি কমিউনিটি হলে আয়োজিত এই কর্মশালায় ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ডিজিটাল মিডিয়ার সঙ্গে যুক্ত সাংবাদিকদের সামনে এ বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন অভিজ্ঞ সাংবাদিকরা।

এই কর্মশালায় বিশিষ্ট সাংবাদিক নিশা ছেত্রী, উমেশ তামাং, প্রাঞ্জল ছেত্রী এবং অরুণ কুমার রাই প্রমূখ ডিজিটাল মিডিয়ার আগামী দিনের ভূমিকা ও এর প্রভাব সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে আগামীতে খবর কিভাবে তৈরি করতে হবে এ বিষয়ে বিস্তারিতভাবে আলোকপাত করেন। এই কর্মশালায় গরুবাথন ছাড়াও মালবাজার নাগরাকাটা সহ আশেপাশের বিভিন্ন এলাকার সাংবাদিকরা প্রশিক্ষণে যোগ দেন।
Photo Credit : Arun kumar.