পাচারের আগেই ট্রাক বোঝাই বার্মাটিক কাঠ উদ্ধার

সংবাদদাতা, জলপাইগুড়ি : পাচারের আগেই ট্রাক বোঝাই বার্মাটিক কাঠ উদ্ধার করলো বেলাকোবা বন দফতর। বার্মাটিক কাঠ বোঝাই লরির পাশাপাশি তিন জনকে আটক করা হয়েছে। পাশাপাশি একটি চার চাকার ছোট গাড়িও আটক করা হয়েছে। সোমবার বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কের শারিয়াম এলাকা থেকে বার্মাটিক কাঠ বোঝাই ট্রাকটিকে আটক করে বলে জানা গেছে।

A truck load of barmatic wood was recovered before it was smuggled


বন দপ্তর সূত্রে জানা গেছে এই কাঠ অসমের গৌহাটি থেকে কলকাতায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। উদ্ধার হওয়া কাঠের বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা। ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *