উত্তরবঙ্গের পাঁচ জেলাকে নিয়ে দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু হল জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজে

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৬ জানুয়ারি’২৪ : উত্তরবঙ্গের পাঁচ জেলাকে নিয়ে দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলা শুরু হল জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজে। সোমবার এই বিজ্ঞান মেলার উদ্বোধন হল। চলবে মঙ্গলবার পর্যন্ত। আনন্দ চন্দ্র কলেজ ও ডিপার্টমেন্ট অফ সায়েন্স এন্ড টেকনোলজি গর্ভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলাকে নিয়ে এই মেলার আয়োজন। বিজ্ঞান মেলার উদ্দেশ সাধারণ মানুষ ও পড়ুয়াদের মধ্যে কুসংস্কার বন্ধ করে বিজ্ঞানের পথ ধরে এগিয়ে যাওয়া।

A two-day science fair involving five districts of North Bengal began at Jalpaiguri Anand Chandra College

বেশিরভাগ সময়ে লক্ষ্য করা যায়, বিজ্ঞান নিয়ে বারবার সচেতন করার পরেও কুসংস্কারে বিশ্বাস করে বসেন অনেকে। দুই দিনের বিজ্ঞান মেলা থেকে কুসংস্কার বন্ধ করার বার্তা দেওয়া হয়। এ দিনের বিজ্ঞান মেলা প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন জ্যোতির্বিজ্ঞানী দেবী প্রসাদ দুয়ারী, মহকুমাশাসক তমোজিৎ চক্রবর্তী, অতিরিক্ত জেলা শাসক পুষ্পক রায়, কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস দাস, কলেজের পরিচালন কমিটির সদস্য ভাষ্কর সরকার সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *