অতি বর্ষণ সিকিমে; ফুঁসছে তিস্তা; মরসুমে প্রথম তিস্তা নদীতে জারী হলো হলুদ সতর্কতা

সংবাদদাতা, জলপাইগুড়ি : সিকিম পাহাড়ে অবিরাম বৃষ্টির ফলে ইতিমধ্যেই তিস্তা নদীর জলস্তর বাড়তে শুরু করেছে। তিস্তার অসংরক্ষিত এলাকা দোমহনী থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত এলাকায় হলুদ সতর্কতা জারি করলো জলপাইগুড়ি সেচ দপ্তর।

জলপাইগুড়ি সেচ দপ্তরে অবস্থিত সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম সুত্রে জানা গেছে, তিস্তা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সঙ্গেই শুক্রবার সকালে ওদলাবাড়িতে অবস্থিত তিস্তা ব্যারেজ থেকে প্রথমে জল ছাড়া হয় ২৬৪৭.৬৩ কিউমেক। পরবর্তীতে ব্যারেজের জল ধারণ ক্ষমতার উর্ধ্বে জলস্তর পৌঁছে যাওয়ায় বেলা ১২ টা নাগাদ পুনরায় জল ছাড়া হয়েছে, যার পরিমান ৩১৭৩.৭৪ কিউমেক। দফায় দফায় তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে তিস্তা নদীর পার্শ্ববর্তী এলাকায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। জলস্তর বৃদ্ধি পাওয়ার কারণে ইতিমধ্যেই শঙ্কিত হয়ে পরেছেন তিস্তা পাড়ের বাসিন্দারা।

A yellow warning has been issued for the Teesta River the first of the season

জলপাইগুড়িতে অবস্থিত সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, পাহাড়ে অবিরাম বৃষ্টি এবং তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ায় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার অন্তর্গত দোমোহনি থেকে হলদিবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় নদীর জলস্তর আরো বৃদ্ধি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *