সাতসকালে ব্যাপক চাঞ্চল্য জলপাইগুড়ি শহরে। ব্রিজের ওপর পরে আছে ব্যাগ, ব্রিজের রেলিংয়ে বাঁধা গলার মাফলার

সংবাদদাতা, জলপাইগুড়ি : বুধবার ভোর হতেই জলপাইগুড়ি শহরের প্রধান ব্যবসা কেন্দ্র দিনবাজার সংলগ্ন করলা সেতুর উপর একটি ব্যাগ পরে থাকতে দেখেন পথচলতি মানুষজন। এর পরেই তারা লক্ষ্য করেন সেতুর রেলিং এর সঙ্গে বাধা একটি গলার মাফলার। রেলিং থেকে নিচের দিকে তাকাতেই চমকে ওঠেন মানুষজন।

মাফলারের ফাঁসে ঝুলছে এক যুবক। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশ।

A young man committed suicide by tying muffler to the railing of the bridge


তবে মৃত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন এই এলাকার নয় ওই যুবক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *