সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৮ অক্টোবর’২৩ : লক্ষাধিক টাকার উপর লোন পাওয়ার আশায় প্রতারিত হলেন জলপাইগুড়ির এক যুবক। এই নিয়ে শুক্রবার রাত ৮ টা নাগাদ জলপাইগুড়ি সাইবার থানার দারস্থ হন প্রতারিত যুবক দিবাকর সরকার। অভিযোগ, গত ১৭ ই অক্টোবর তার কাছে একটি বেসরকারি সংস্থা থেকে ফোন আসে যে তার লোনের প্রয়োজন আছে কিনা। সেই ফাঁদে পা দেন ওই যুবক। এজন্য তার কাছ থেকে কিছু ডকুমেন্টস নেওয়া হয়। এরপর তার কাছ থেকে ধাপে ধাপে কয়েক কাজের টাকা নেওয়া হয়। পরবর্তীতে তিনি দেখতে পান তাকে লোন দেওয়া হয়নি। তিনি প্রতারিত হয়েছেন। এরপর জলপাইগুড়ি সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। প্রতারিত যুবক বলেন, আমার লোনের দরকার ছিল। তাই আমাকে লোন দেওয়ার নাম করে আমার থেকে কয়েক হাজার টাকা নিয়েছে। আমাকে কোন লোন তো দেয়ইনি বরং আমার থেকে কয়েক হাজার টাকা জমা করার নাম করে নিয়েছে তারা।পরে ফোন নাম্বার whatsapp সবই ব্লক হয়ে যায় তাদের। কোনভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। তাই বাধ্য আজ আমি সাইবার থানায় বিষয়টি জানালাম। এই ধরনের ফাঁদে আর কেউ যাতে না পরে তারই জন্য আমি আজ থানায় অভিযোগ জানালাম।
