বিশ্বজিৎ নাথ : শুক্রবার রাতে ব্যারাকপুর কালিয়ানিবাস এলাকায় গাড়ির ধাক্কায় হান্নান গাজী নামে এক দুষ্কৃতীর মৃত্যু হয়েছিল। তাঁর বাড়ি পলতার শ্রীপল্লী এলাকায়। মৃতের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছিল, পরিকল্পিতভাবে হান্নানকে খুন করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বেশ কয়েকজনকে চিহ্নিত করেছিল মৃতের পরিবার। যদিও ঘটনার পর থেকেই ওদের এলাকায় দেখা যাচ্ছিল না। সিসিটিভি ফুটেজে থাকা আবু কালাম নামে এক যুবককে মঙ্গলবার রাতে ধরে ফেলে মৃতের পরিবারের সদস্য এবং এলাকার লোকজন। খবর পেয়ে নোয়াপাড়া থানার পুলিশ ও টিটাগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আবু কালাম নামে ওই যুবককে পাকড়াও করে নিয়ে যায়। ধৃত যুবক জানিয়েছে, দুর্ঘটনার সময় তিনি ওই গাড়িতে ছিলেন এবং গাড়িতে বসে তিনি মোবাইলে গেম খেলছিলেন।
