কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি, ২৮ ফেব্রুয়ারি’২৪ : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এবং পরে সরে যাওয়ার অভিযোগে শিলিগুড়ি মহিলা থানার পুলিশ গ্রেপ্তার করল সুরজ মালপাহাড়িয়া নামের এক যুবককে। আজ তারা তাকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, একই গ্রামের এক মহিলার প্রেমে পড়েছিলেন সূরজ। সাত বছর ধরে সব ঠিকঠাক ছিল। অভিযোগ, সূরজ তাঁর প্রেমিকাকে বিয়ের কথা বলে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। এরপর তাঁর প্রেমিকা জানতে পারে সূরজ অন্য একজনকে বিয়ে করতে চলেছে। তারপরই ৫ ফেব্রুয়ারি শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে মহিলা থানা ও প্রধান নগর থানার পুলিশ সূরজকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।
