বিশ্বজিৎ নাথ, কলকাতা, ১৫ নভেম্বর : সাইকেল চুরি করে পালাতে গিয়ে পাকড়াও এক যুবক। তাঁকে পাকড়াও করে বেদম প্রহার দিল ক্ষিপ্ত জনতা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ভিড়ে ঠাসা নৈহাটির আনন্দবাজার এলাকায়। উত্তেজনার খবর পেয়ে নৈহাটি থানার পুলিস এসে ক্ষিপ্ত জনতার হাত থেকে যুবককে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, সাইকেল চুরি করে পালানোর সময় ওই যুবককে হাতেনাতে পাকড়াও করা হয়েছে। ধৃত যুবকের দাবি, তার নাম হানিফ। নৈহাটি স্টেশনের প্ল্যাটফর্মে সে রাত কাটায়।
