জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে কুমারী পুজোয় দেবী রূপে পূজিত হলো আরাধ্যা

সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩ অক্টোবর : দেবী দুর্গার শক্তির কাছে পরাজিত হয়ে আজ অতিমারী মুক্ত পৃথিবী, দীর্ঘ দু বছর পর রামকৃষ্ণ মিশন আশ্রমে অনুষ্ঠিত হলো কুমারী পুজো, শ্রদ্ধালুদের ভিরে জমজমাট আশ্রম প্রাঙ্গন। এবারে দেবী রূপে কুমারী পুজোর জন্য পূজিত হয় জলপাইগুড়ি মোহন্ত পাড়া নিবাসী মৃন্ময়ী চক্রবর্তীর কন্যা ষষ্ঠ বর্ষীয় আরাধ্যা চক্রবর্তী।

অতিমারীতে অনেক কিছুর সাথে গত দুবছর পরিবর্তন হয়েছিল জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের দূর্গা উৎসবের নির্ঘন্ট। মা দুর্গার শক্তির কাছে পরাজিত হয়ে আজ অতিমারী মুক্ত পৃথিবী। আর তাতেই স্বাভাবিক ছন্দে ফিরেছে জলপাইগুড়ির অন্যতম আকর্ষণ রামকৃষ্ণ মিশন আশ্রমে অষ্টমীর সকালে কুমারী পুজো।

Aaradhya worshiped as Goddess in Kumari Puja at Jalpaiguri Ramakrishna Mission Ashram

আশ্রমে সোমবার সকাল থেকে নিয়ম নিষ্ঠার মধ্য দিয়ে অষ্টমীর পুজো শুরু হয়েছে। রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ‍্যক্ষ স্বামী শিবপ্রেমানন্দ মহারাজ বলেন গত বছর গুলি পুজো সংক্ষিপ্ত ভাবে হয়েছিল। তবে এবছর কুমারী পূজা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *