কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি, ১০ মার্চ’২৪ : কাওয়াখালিতে প্রধানমন্ত্রীর সভায় এসেছিলেন ফিরে গেছেন কালকেই, তবে তার আগে সময় পেয়ে ফুচকা খেলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী। বিধায়ক শঙ্কর ঘোষের সাথে ফুচকা খেলেন তিনি। অভিজিৎ গাঙ্গুলী জানালেন, এভাবে অনেক দিন পরে নিজেকে ফিরে পেলাম। আমি নিজে ফুচকা খেতে খুব ভালোবাসি, তাই আজ খেয়ে নিলাম। বিধায়ক শঙ্কর ঘোষের সাথে একজায়গাতে দাড়িয়ে বেশ কয়েকটি ফুচকা খেলেন তিনি তেঁতুল জল দিয়ে। জানালেন, এই ফুচকা আমাদের ছোটবেলাতে যেমন জনপ্রিয় ছিল আজও আছে, আট থেকে আশি সবার জন্যেই এই ফুচকা। তাই আজকে চলার পথে একটু অন্যভাবে সময় কাটালাম জানালেন অভিজিৎ গাঙ্গুলী। তিনি আরো জানালেন, দল যেভাবে চাইবে সেইভাবেই কাজ করে যাব। এখনই আমি কিছু বলব না। সবে তো নাম ঘোষনা হয়েছে দেখা যাক ঠিক কতটা কিভাবে কি করা যেতে পারে বলে জানালেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী। অপেক্ষা করুন সময় সব কথা বলবে এও জানিয়ে গেলেন প্রাক্তন বিচারপতি।
