দরজা খুলে দিলে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে বিজেপি দলটাকে খুঁজে পাওয়া যাবে না বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিশ্বজিৎ নাথ, কলকাতা, ৩০ মে ২০২২ : দরজা খুলে দিলে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে বিজেপি দলটাকে খুঁজে পাওয়া যাবে না। সোমবার বিকেলে শ্যামনগর অন্নপূর্ণা কটন মিলের মাঠে জনসভায় এভাবেই বিজেপিকে বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, অর্জুন সিং ঘরে ফিরে এসেছেন। কারন, ওনি বুঝেছেন বিজেপিতে যাওয়া মানে খাল কেটে কুমির আনার সমান। জনসভার মঞ্চে দাঁড়িয়ে উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দরজা খোলা রাখব, না বন্ধ করে দেব। কর্মীরা উচ্চস্বরে জানিয়ে দেন,দরজা বন্ধ করে রাখুন। বিজেপিকে নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি অনেক বড় দল। ওদের কাছে বিপুল অর্থ আছে। এজেন্সি আছে। কিন্তু আমরা ছোট দল। কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মজুরের দল। তবুও বড় দল থেকে এখন সবাই ছোট দলে আসতে চাইছেন। কারন, মানুষ প্রমান করে দিয়েছেন, শীত, গ্রীষ্ম, বর্ষা বাংলার মাটিতে মমতা ব্যানার্জি ভরসা। অভিষেকের কথায়, অনেক গদ্দার, মীরজাফর লাইনে আছেন। নাম বললে সাংবাদিকরা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়বেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *