সংবাদদাতা, জলপাইগুড়ি : একশো দিনের কাজ ও আবাস যোজনার ঘরের টাকা আটকে রাখার প্রতিবাদে জনসাধারণকে নিয়ে দিল্লিতে গিয়ে ধর্ণার বসায় হুমকি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুরের বড় বাড়ি মাঠে কর্মীদের এই বার্তা দিলেন। এ দিন দুপুরের জনসভা হওয়ার কথা থাকলেও অভিষেক বিকেল ৫টা ১৬ মিনিটে সভামঞ্চে উঠেন। উঠেই কর্মীদের উদ্দেশে সভাস্থলে পৌঁছতে দেরি হওয়ার জন্য ক্ষমা চাইলেন। পাহাড়পুরের জনসভা থেকে কেন্দ্র সরকারকে বিভিন্নভাবে আক্রমণ করলেন অভিষেক। অন্যদিকে তিনি বক্তব্যে তুলে ধরেন জেলা কিংবা রাজ্যের কেউই পঞ্চায়েত ভোটে প্রার্থী ঠিক করবেন না। গোপন ব্যালট বাক্সে গ্রামের সাধারণ মানুষ নিজের পছন্দের প্রার্থীর নাম গোপন ব্যালট বাক্সে জমা করবে। গ্রামের মানুষের বিচারে যে প্রার্থী হবেন তাকেই তৃণমূল টিকিট দেবে। অন্যদিকে যারা বয়স্ক তারা বাড়িতে বসেই নিজের পছন্দের প্রার্থীর নাম বলতে পারবে ফোনে সেই ফোন নম্বর ৭৮৮৭৭৭৮৮৭৭। দুই ক্ষেত্রে গোপন ব্যালটের ভোটে ভোটারদের নাম পরিচয় গোপন থাকবে।” এদিন পাহাড়পুর থেকে পান্ডা পাড়ার চেক পোস্টে দলীয় অনুষ্ঠানে যোগদান করেন অভিষেক। ফুলবাড়ি বাত্রিবাস করবেন তিনি।
