উত্তর ২৪ পরগনার কাঁপা মোড়ে সংবর্ধিত অভিষেক বন্দ্যোপাধ্যায়


বিশ্বজিৎ নাথ, কলকাতা : উত্তরবঙ্গ থেকে জনজোয়ার যাত্রা শুরু করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। লক্ষ্য পঞ্চায়েত ভোট। শনিবার বিকেলে নদীয়া থেকে সেই জনজোয়ার যাত্রা এসে পৌঁছল উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি বিধানসভা কেন্দ্রের কল্যাণী এক্সপ্রেসওয়ের কাঁপা মোড়ে।

Abhishek Banerjee welcomed at Kampa Mor in North 24 Parganas

সেখানে হাজির ছিলেন রাজ্যের সেচমন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, দমকল মন্ত্রী সুজিত বসু, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও ব্রাত্য বসু, সাংসদ অর্জুন সিং ও সৌগত রায়, দমদম-ব্যারাকপুর জেলার সভাপতি তাপস রায়-সহ অন্যান্য নেতৃবৃন্দ। জনসংযোগ যাত্রায় অংশ নেওয়া দলের তরুন নেতা অভিষেক বন্দোপাধ্যায়কে এদিন কাঁপা মোড়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সেখান থেকে তিনি গাড়িতে চেপে বনগাঁর উদ্দেশ্য রওনা দিলেন। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, কাঁপা মোড়ে মানুষের জমায়েত প্রমান করে দিল জনজোয়ার এখন জনসমুদ্রে পরিণত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *