ডিজিটাল ডেস্ক : কলকাতা বিমানবন্দরে আটকে দেওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। সোনা কাণ্ডে সুপ্রিম কোর্টের থেকে রক্ষাকবচ নিয়ে আজ, সোমবার দুবাই যাচ্ছিলেন রুজিরা। তাঁকে আটকে দেয় অভিবাসন দফতর। রুজিরার সাথে তার কন্যা ও পুত্র রয়েছেন বলে সূত্রের খবর। স্ত্রীকে বিদেশ যাত্রায় বাধা দেওয়া নিয়ে প্রচন্ড ক্ষুব্ধ তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে তিনি সুপ্রিম কোর্টে মানহানির মামলা করতে পারেন বলে জানা গেছে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূলের দাবী রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই কাজ করা হয়েছে। পাশাপাশি বিজেপির বক্তব্য, কোন অন্যায় না করলে ভয়ের কি আছে।
ছবি সংগৃহিত