জলপাইগুড়ি : আজ নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (ABTA) জলপাইগুড়ি জেলা দপ্তরে সারা রাজ্যের অন্যান্য জেলাগুলির সাথে সাথে মাধ্যমিক টেস্ট পেপার্স প্রকাশিত হলো। উল্লেখ্য এই টেস্ট পেপার ১৯৩৭ সাল থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে আসছে। বিগত সময়ের মতো আজকের দিনেও ছাত্র-ছাত্রীদের কাছেও এর জনপ্রিয়তা অপরিসীম। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদক প্রসেনজিৎ রায়, জেলা শাখার সহ-সম্পাদক কৌশিক গোস্বামী, সদর মহকুমা শাখার সভাপতি হিমাংশু সরকার, সদর মহকুমা শাখার অন্যতম সহ-সভাপতি তপন সাহা ও সাগ্নিক ভট্টাচার্য। জেলা শাখার সম্পাদক প্রসেনজিৎ রায় বলেন বিগত বছরগুলির মত এবারেও জেলার বন্ধ কোনো চা বাগিচার মাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের হাতে বিনামূল্যে এই টেস্ট পেপার তুলে দেওয়া হবে।
