সংবাদদাতা, জলপাইগুড়ি, ২০ জানুয়ারি’২৪ : জলপাইগুড়ির দশদরগা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। রাস্তার পাশের নয়ানজুলিতে গিয়ে পড়ল ২২ চাকার একটি লরি। জানা গেছে, অসম থেকে শিলিগুড়ির দিকে যাওয়ার সময় শুক্রবার রাত ১০টা নাগাদ জলপাইগুড়ির দশদরগা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। তবে গাড়ির চালক ও খালাসি প্রাণে বেঁচে গিয়েছেন। দুজনেরই বাড়ি রাজস্থানের আজমের বলে জানা গেছে।

এলাকাবাসীরা জানান, আচমকা প্রচন্ড শব্দ শুনে ছুটে এসে দেখেন একটি লরি রাস্তা থেকে পাশের নয়ানজুলিতে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে চালক ও খালাসিকে উদ্ধার করা হয়। তারা দুজনেই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে স্থানীয়দের অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ক্রেনের সাহায্যে লরিটিকে ওপরে তোলা হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।