সংবাদদাতা, জলপাইগুড়ি, ২০ ডিসেম্বর’২৩ : অবৈধ কল সেন্টার খুলে যুবক ও মাঝ বয়সি পুরুষদের বিভিন্নভাবে প্রভাবিত ও ব্লাকমেল করে টাকা লুট করা হচ্ছিল বলে অভিযোগ।

কয়েকমাস থেকে এই কল সেন্টার চলছিল জলপাইগুড়ি’র রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বেলাকোবা স্টেশন কলোনির এক বাড়িতে। বাড়ি ভাড়া নিয়ে চলছিল এই কারবার। মঙ্গলবার সেন্টার থেকে পাঁচজন তরুণী ও তিনজন পুরুষকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ধৃতদের জেলা আদালতের সিজেএম (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) কোর্টে তোলা হয়।

সহকারী সরকারি আইনজীবী মৃন্ময় ব্যানাজি বলেন, “তিনজন পুরুষকে পুলিশ নিজেদের হেফাজতে চেয়েছিল। বিচারক তিন দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন। পাঁচজন তরুণীকে ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অভিযোগ অবৈধ কল সেন্টার খুলে বিভিন্নভাবে পুরুষের ব্লাক মেল করে টাকা আদায় করা হচ্ছিল।”

পুলিশ সূত্রে জানা যায়, সেন্টার থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ১৩টি স্মার্ট ফোন, ১৩টি সাধারণ ফোন, অসংখ্য মোবাইলের সিম, ল্যাপটপ, অনলাইনে টাকা লেনদেনের কিউআর কোর্ট, ব্যাঙ্কের পাস বই এছাড়া একটি বিলাসবহুল গাড়ি।
