সংবাদদাতা, জলপাইগুড়ি : জলপাইগুড়িতে দম্পতির আত্নহত্যার ঘটনায় মূল অভিযুক্ত জলপাইগুড়ি জেলার তৃণমূলের যুব সভাপতিকে আদালতকে না জানিয়ে গ্রেপ্তার না করার নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ।

গত পয়লা এপ্রিল জলপাইগুড়ি পুরসভার প্রাক্তণ উপ পুরমাতা এবং তার স্বামীর সুইসাইড নোট লিখে আত্মহত্যা করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল রাজ্য জুড়ে। মৃত অপর্ণা ভট্টাচার্য এবং সুবোধ ভট্টাচার্যের নিকট আত্মীয় সুবোধ বাবুর দিদি শিখা চ্যাটার্জী এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জলপাইগুড়ি পুরসভার বর্তমান উপ পুরপিতা তথা জেলার যুব তৃনমূল সভাপতি সৈকত চ্যাটার্জী সহ চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও অপর দুইজনের বিরূদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ৩০৬ধারায় একটি মামলা দায়ের করে। সোমবার সেই মামলায় আগাম জামিন চেয়ে জলপাইগুড়ি স্থিত কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চ এর ডিভিশন বেঞ্চে অভিযুক্তের করা জামিনের আবেদনের শুনানি শেষে বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় এবং অনন্যা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায় দান করেন। যাতে অভিযুক্ত সৈকত চাটার্জীকে এই মূহুর্তে আদালতকে না জানিয়ে গ্রেপ্তার করা যাবে না বলে রায় শুনিয়েছেন বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় এবং অনন্যা বন্দ্যোপাধ্যায়।
এই প্রসঙ্গে বিবাদী পক্ষের আইনজীবী সন্দীপ দত্ত জানান, একটি অন্তর্ব্তীকালীন আদেশ দিয়েছেন বিচারপতি, যাতে আদালতের নির্দেশ ব্যতীত অভিযুক্ত সৈকত চ্যাটার্জীকে গ্রেপ্তার করা যাবে না।