জলপাইগুড়ি : নাবালিকা ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শোনাল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। সোমবার বিচারক রিন্টু সুর এই রায় ঘোষণা করেন। ২০১৬ সালের আলিপুরদুয়ারে ঘটে যাওয়া এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলাটি দীর্ঘদিন ধরে চলছিল।
সহকারী সরকারি আইনজীবী দেবাশীষ দত্ত জানান, মামলায় মোট ৮ জন সাক্ষ্য দিয়েছেন, যার ভিত্তিতে আদালত অভিযুক্তের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিয়েছে। আদালত অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে অভিযুক্তকে আরও দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

এছাড়াও নাবালিকার পুনর্বাসনের জন্য জেলা লিগাল সার্ভিস অথরিটিকে ক্ষতিপূরণ হিসেবে চার লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এই রায়ে নাবালিকার পরিবার কিছুটা হলেও ন্যায়বিচার পেয়েছে বলে মনে করা হচ্ছে।
এই মামলার রায় সমাজে একটি শক্তিশালী বার্তা প্রেরণ করবে বলে আশাবাদী আইনজীবীরা। শিশু সুরক্ষার ক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অপরাধীদের দমন করতে এই রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।