বিশ্বজিৎ নাথ, কলকাতা : গতকাল পদ্মভূষণ রশিদ খানকে হেনস্থা করার অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। বৃহস্পতিবার পুলিশি হেনস্থার শিকার অভিনেতা ও অভিনেত্রী। নিমতা থানার মাঝেরহাটি মোড়ের ঘটনা। জানা গিয়েছে, অভিনেতা জিতু কামাল ও তার স্ত্রী নবনীতা দাস এদিন দুপুরে তার নিজস্ব গাড়িতে চেপে যাচ্ছিলেন।

অভিযোগ, নিমতার মাঝেরহাটি মোড়ে তাদের গাড়িকে একটি পন্যবাহী গাড়ি ধাক্কা মারে। অভিনেতাদের গাড়ি চালক ঘাতক গাড়িটিকে থামাতে গেলে তাকে চাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। এরপরে অভিনেতা ও অভিনেত্রী থানায় এসে অভিযোগ জানাতে গেলে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, থানার বাইরে ঘাতক গাড়ির চালক এবং তাঁর সঙ্গীরা রীতিমতো অভিনেতা ও অভিনেত্রীকে হুমকি দেয় বলে অভিযোগ। এদিন সন্ধেতে এফ আই আর দায়ের করা হয়। গোটা ঘটনা নিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা-অভিনেত্রী।