সংবাদদাতা, জলপাইগুড়ি : আগামী ১৩ই ডিসেম্বর জলপাইগুড়ি প্রভিডেন্ট ফান্ড অফিস ঘেরাও অভিযান করবে আইএনটিটিইউসি জলপাইগুড়ি জেলা কমিটি, সহযোগীতা করবে জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তপন ব্যানার্জী।

তিনি বলেন, মালবাজারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যদি প্রভিডেন্ট ফান্ড নিয়ে কেন্দ্র তার নীতি না পরিবর্তন করে, শ্রমিকদের হয়রানি যদি বন্ধ না হয় এবং শ্রমিকরা যদি তাদের ন্যায্য প্রভিডেন্ট ফান্ড না পান, তাহলে আমরা পিএফ অফিস অভিযান করবো। পরবর্তীতে বিজেপি সাংসদ ও বিধায়কদের বাড়ি অভিযান করা হবে এবং তারপর আমরা পার্লামেন্ট অভিযান করবো। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে ১৩ তারিখ জলপাইগুড়ি পিএফ অফিস ঘেরাও করা হবে এবং এই কর্মসূচিতে জলপাইগুড়িতে উপস্থিত থাকার কথা রয়েছে প্রখ্যাত অভিনেতা তথা তৃণমূলের লোকসভার সাংসদ শত্রুঘ্ন সিনহার।