ডিজিটাল ডেস্ক : জলপাইগুড়ির ভূমিকন্যা মিমি চক্রবর্তী শুধু বাংলার অন্যতম অভিনেত্রীই নন সাথে তিনি তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ। পড়াশোনা শেষ করে পা দিয়েছিলেন মডেলিং জগতে, আর তারপরই তার প্রবেশ অভিনয় জগতে। তবে মিমি বাংলার সাধারন নায়িকাদের থেকে একটু অন্যরকম, একটু ডাকাবুকো স্বভাবের।
আরো পড়ুন : খোলামেলা হয়ে যোগা মিমির – ভিডিও দেখে চোখ ছানাবড়া নেটিজেনদের
তার স্বপ্ন ছিল স্কাই ডাইভিং করার। আর তারজন্য তিনি এর আগে দু-দুবার লস এঞ্জেলেস ও দুবাইয়ে আবেদন করেছিলেন কিন্তু স্লট বুক থাকায় সফল হতে পারেননি। তবে তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি রক্তবীজের সাফল্যের পরেই দুবাইতে ছুটি কাটাতে গিয়ে ঘটালেন এই দুঃসাহসিক ঘটনা।
এবার আগে থেকেই স্লট বুকিং করে রেখেছিলেন মিমি। আকাশের অনেক উঁচুতে উঠে প্লেন থেকে নীচে ঝাঁপ দেওয়াটা সাধারণ মানুষের কাছে একটা কল্পনাতীত ব্যাপার। তবে দুঃসাহসিক এই কাজটি এবার ঘটিয়েছেন বাঙালি অভিনেত্রী মিমি। তিনি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, বাড়িতে বাবা মা একটু নার্ভাস হলেও তিনি বেশ ভালোই উপভোগ করেছেন এবং যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদেরকেও এই স্কাই ডাইভিংয়ের মজা নিতে বলেছেন মিমি, যা শিরায় শিরায় রোমাঞ্চকর এক অনুভূতি দেয় বলে অভিমত মিমির। সেই ছবি ও ভিডিও মিমি শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।