যুদ্ধের আবহে মূল্যবৃদ্ধি রুখতে মাঠে প্রশাসন; জলপাইগুড়ির বাজারে অভিযান টাস্কফোর্সের

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি : ভারত পাক সংঘাতের আবহে বাজারে যাতে কোনোভাবেই অযাচিত মূল্যবৃদ্ধি না ঘটে, তা নিশ্চিত করতে রাজ্যজুড়ে নেমেছে প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশে শুক্রবার জলপাইগুড়ি শহরের বিভিন্ন বাজারে হানা দেয় টাস্কফোর্স।

অভিযানের নেতৃত্বে ছিলেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। তাঁর সঙ্গে ছিলেন ডিস্ট্রিক্ট ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ, ক্রেতা সুরক্ষা দপ্তর, কৃষি বিপণন দপ্তরের আধিকারিকরা। দিনবাজার সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে পা রেখে সরেজমিনে খতিয়ে দেখা হয় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম।

বাজারে দাঁড়িয়ে বিক্রেতাদের স্পষ্ট বার্তা দেন মহকুমা শাসক— “ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়া চলবে না। যেকোনো অনিয়মে কড়া পদক্ষেপ নেওয়া হবে।” পাশাপাশি ক্রেতাদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা, জানেন তাঁদের অভিজ্ঞতা।

সবজি, চাল, ডাল, তেল সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম খতিয়ে দেখা হয় প্রতিটি দোকানে। কোথাও যেন মজুতদারি বা কৃত্রিম সংকট তৈরি না হয়— তা নিশ্চিত করতে চেষ্টার ত্রুটি রাখেননি প্রশাসনের আধিকারিকরা।

তমোজিৎ চক্রবর্তী বলেন, “বর্তমান পরিস্থিতিতে জিনিসের জোগান ও দামের ওপর প্রভাব পড়তে পারে। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা মাঠে নেমেছি, যাতে সাধারণ মানুষ বিপাকে না পড়েন।”

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই ধরনের নজরদারি আগামিদিনেও চলবে। প্রয়োজনে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *