ডুয়ার্সের কলাবাড়ি চা বাগানে ফের খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ, কিছুটা স্বস্তিতে শ্রমিক মহল্লা

ডুয়ার্স, ১২ জুন: ডুয়ার্সের চা বাগানগুলিতে চিতাবাঘের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। বৃহস্পতিবার সকালে বানারহাটের কলাবাড়ি চা বাগানের ১৭ নম্বর সেকশন থেকে ফের একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ ধরা পড়ল বন দপ্তরের পাতা খাঁচায়।

গত কয়েক সপ্তাহ ধরে এই বাগানে চিতাবাঘের উপস্থিতিতে তীব্র আতঙ্ক ছড়িয়েছিল শ্রমিক মহল্লায়। গৃহপালিত পশু, হাঁস-মুরগি এমনকি ছোট শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বেড়ে গিয়েছিল। কয়েকদিন আগেও এই একই বাগান এলাকা থেকে একটি চিতাবাঘ ধরা পড়েছিল। কিন্তু আতঙ্ক থামেনি।

বন দপ্তরের টানা নজরদারি ও অভিযানের পর অবশেষে আরও একটি চিতাবাঘ খাঁচাবন্দি করতে সক্ষম হয় তারা। বনকর্মীরা জানিয়েছেন,

Adult leopard caged again in Kalabari tea garden in Dooars

“চিতাবাঘটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। যদি সম্পূর্ণ সুস্থ থাকে, তবে তাকে নিরাপদ জঙ্গলে মুক্ত করে দেওয়া হবে।”

চিতাবাঘটি ধরা পড়ার খবরে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কলাবাড়ি চা বাগানের বাসিন্দারা। তবে তারা মনে করছেন, এটি একদিনের সমাধান নয়—বিস্তৃত বনভূমি ও চা বাগানের সংলগ্ন এলাকায় চিতাবাঘের সংখ্যা ও গতিবিধি নিয়ে আরও সুপরিকল্পিত পদক্ষেপ প্রয়োজন।

উল্লেখ্য, ডুয়ার্স অঞ্চলে বন-মানব সহাবস্থান দিন দিন চ্যালেঞ্জের মুখে পড়ছে। বন দপ্তরের সূত্রে খবর, আগামী দিনে নজরদারি আরও জোরদার করা হবে এবং প্রয়োজন হলে আরও খাঁচা পাতা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *