রাতের অন্ধকারে জন্মদিন পার্টির নামে পরকীয়া কাণ্ড, ধুপগুড়িতে চাঞ্চল্য

ধুপগুড়ি : ধুপগুড়ি শহরের দক্ষিণ গোসাইরহাটে রাতের অন্ধকারে জন্মদিন পালনের নামে ধরা পড়ল বিবাহিত যুবক-যুবতী। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে পটলের স্কুল সংলগ্ন নির্জন এলাকায়।

স্থানীয়দের অভিযোগ—বাইকে করে এসে ওই যুবক-যুবতী অন্ধকারে ঘোরাঘুরি করছিলেন। সন্দেহ হলে গ্রামবাসীরা তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমে যুবক পালানোর চেষ্টা করলে ধানক্ষেতে বাইক-সহ পড়ে যায়। পরে গ্রামবাসীরা তাকে আটক করে।

Adultery case in the name of birthday party in the dark of night; Sensation in Dhupguri

প্রথমে তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিলেও পরিচয়পত্র চাইতেই ফাঁস হয়ে যায় আসল পরিচয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হয় যুবতীর স্বামীও। রাগে উত্তেজিত হয়ে তিনি যুবককে মারধর শুরু করলে গ্রামবাসীরা বাঁচায়।

যুবতী দাবি করেন—তিনি ওই যুবককে ভালোবাসেন। যুবকেরও দাবি, তারা জন্মদিন পালন করতেই এখানে এসেছিলেন। কিন্তু প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা—“রাতের অন্ধকারে নির্জন গ্রামে জন্মদিন পালনের মানে কী?”

শেষমেশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। যুবতীর স্বামী-সহ তিনজনকে থানায় নিয়ে যায় ধূপগুড়ি থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ—প্রায়ই এই এলাকায় এমন পরকীয়া কাণ্ড ঘটে, যার ফলে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *